বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে গিয়ে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের ওপর হামলা করে বিএনপি দোষারোপের রাজনীতি শুরু করেছে। সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই তারা এসব করছে বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির হাতে দেশের সাধারণ মানুষ নিরাপদ নয়।
শোকের মাস আগস্টে দলে কর্মসূচি নির্ধারণ করতে সোমবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচারের করছে অভিযোগ করে বলেন, জনগণের সমর্থন না পেয়ে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।
এছাড়া দুর্নীতি আর মানুষ হত্যা বিএনপি চরিত্র উল্লেখ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দোষী সব্স্ত হওয়ায় বিএনপি’ নেত্রীর জেল হয়েছে। এখানে সরকারে কিছু করার নেই। আওয়ামী লীগ সরকারই দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বাংলাপ্রেস/আর এল