Home রাজনীতিবিএনপি বিএনপির দাবি ঢাকায় ৫ থেকে ৭ ভাগ ভোট পড়েছে

বিএনপির দাবি ঢাকায় ৫ থেকে ৭ ভাগ ভোট পড়েছে

by Dhaka Office
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ থেকে সাত শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে বিএনপি।

আজ (রোববার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যে ভোট পড়েছে সেগুলো জনগণ দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘না কখনোই না। আমার কাছে রিপোর্টগুলো আছে, ম্যাক্সিমাম ৫/৬ শতাংশ অথবা ৭ শতাংশ ভোট পড়তে পারে বলে আমাদের কাছে তথ্য আছে।’

ভোটের সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সিস্টেমের উপরেই জনগণের আস্থা চলে গেছে। আওয়ামী লীগের অধীনে এবং এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনেই জনগণের কোনো আস্থা নেই। সে কারণেই ভোটের সংখ্যা এত কম।’

আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ঢাকা উত্তরে ভোট পড়েছে ২৫.৩ শতাংশ। আর দক্ষিণে ২৯.০০২ শতাংশ ভোট পড়েছে। দুই সিটি মিলিয়ে গড়ে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকরা বিএনপির মহাসচিবের কাছে কম ভোটারের উপস্থিতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফলাফল তৈরির জন্য তারা একটা অঙ্ক বা অনুপাত মিলিয়েছেন। যেটা তারা প্রকাশ করেছে। অর্থাৎ পুরোপুরি একটা মিডিয়া কারচুপির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেছে।’

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী