Home রাজনীতিবিএনপি নয়াপল্টনে বিএনপি’র কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

নয়াপল্টনে বিএনপি’র কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। ভেতর থেকে প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি।

দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হওয়ার কথা রয়েছে বিএনপির।

তবে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি চোখে পড়েছে। আছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন- ‘আমার মাকে ছেড়ে দে, আমারে ভেতরে নে’, ‘জেলের তালা ভাঙবো আমার মাকে আনবো’, ‘আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেবো না’।

গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশনেত্রীর মুক্তির দাবিতে আগামীকাল ঐতিহাসিক বিক্ষোভ মিছিল হবে।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হবে। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলটি সফল করার জন্য দফায় দফায় বৈঠক করেছেন। দলের সকল নেতাকর্মীকে দুপুর দুইটার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’

এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঘোষণায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী