Home Uncategorized ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ও মুয়াজ্জিন আটক

ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ও মুয়াজ্জিন আটক

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার দিবাগত রাতে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার জেলার মহেশখালী হোয়াইনক এলাকার কবির আহমদের ছেলে মো. বেলাল (২৯) ও একই এলাকার তাজের মুল্লুকের ছেলে মো. আবুল বশর (৩৫)। বেলাল রামু এলাকার কাউয়ারকুপ জামে মসজিদের মুয়াজ্জিন ও আবুল বশর রামু হেদায়েতুল উলুম হেফজ খানার শিক্ষক বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোডের হোটেল ম্যানিলার সামনে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা নিজেদের ইয়াবা বহনকারী বলে দাবি করেছে।

বাংলাপ্রেস / এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী