Home আন্তর্জাতিক করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসে দেশটির ভেতরে এটিই প্রথম কোনো মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিস্কোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনা কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক মহিলাও করোনা আক্রান্ত। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনা বিধ্বস্ত শহরগুলিতে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

গতবছরের ডিসেম্বরের শেষদিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়। বিশ্বের ৫৬টি দেশ ও অঞ্চলের ৮৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রায় ২৯৭৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ চীনের নাগরিক।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী