বাংলাপ্রেস অনলাইন: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নানা অনিয়মের অভিযোগ এনে সোমবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই বর্জনের ঘোষণা দেন তিনি।
মজিবর রহমান সরোয়ার জানান, ইচ্ছা করলে সরকার ঘোষণা দিয়েই জয় নিয়ে যেত। আমি চারবার এমপি নির্বাচিত হয়েছি। এমন নির্বাচন আমি আর দেখি নাই। তিনি বলেন, আমরা বরিশালের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করবো করে সমাবেশ করবো। আজ দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন। এ অবস্থায় নির্বাচনের নামে কোনো তামাশা আমরা মেনে নেবো না। বরিশাল থেকেই গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন। সেসময় তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে আমার ৫০ জন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে পুলিশ। যেখানে পুলিশের আমার এজেন্টদের সুরক্ষা দেয়ার কথা সেখানেই তারাই বের করে দিচ্ছে।
তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র পাহারা দিচ্ছে। সেখানে বিএনপির নেতা কর্মীদের, এমনকি ভোটারদেরও ঢুকতে দেয়া হচ্ছে না। এক্ষেত্রে আবার ছাত্রলীগ বা যুবলীগকে পুলিশ বাধা দিচ্ছে না। মজিবর রহমান সরোয়ার বলেন, হাইকোর্টের নির্দেশ আছে যেন বিএনপির নেতাকর্মীদের অযথা হয়রানী করা না হয়। যেখানে তারা হাইকোর্টের আদেশই মানছে না সেখানে কমিশনে অভিযোগ দিয়ে লাভ নেই। তিনি বলেন, কোনও অভিযোগই তারা আমলে নেননি। এ অবস্থা আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।
বাংলাপ্রেস/আর এল