বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হচ্ছে। বর্তমানে তিনি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা: রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্যান্য চিকিৎসকরা তার খোঁজ খবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।
তিনি আরও জানান, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছেন।
বিপি/কেজে