বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর ঝিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে। আজ শনিবার দুপুরে এই সংঘর্ষ শুরুর পর বিকাল পর্যন্ত সংঘর্ষ চলছিল। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রয়েছে হেলমেট পরা একদল যুবক, তাদের কারও কারও হাতে অস্ত্রও দেখা গেছে।
ঢাকার সড়কজুড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দুপুর ২টার দিকে ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে গণ্ডগোল বাঁধে। জানা গেছে, একদল আন্দোলনকারী ছাত্র পার্টি অফিসের দিকে আসতে থাকলে ঝামেলা বাঁধে। ছাত্ররা হঠাৎ করে ঝিগাতলা মোড় থেকে আসতে থাকে। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেয়। ছাত্ররা বাধা না মানলে বাক-বিতণ্ডা হয়। ছাত্রছাত্রীরা স্লোগান দিয়ে পার্টি অফিসের দিকে আগালে পার্টি অফিসের নেতাকর্মীরা ধাওয়া দেয়।
আন্দোলনকারী একজনকে আওয়ামী লীগের এক কর্মী ধরে নিয়েছে বলে গুঞ্জন ছড়ানোর পর শিক্ষার্থীরা সেদিকে এগুচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সেখানে গিয়ে দেখা যায়, ধাওয়ার মুখে শিক্ষার্থীরা পিছিয়ে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার এগোতে চাইলে হেলমেট পরা একদল যুবক তাদের ধাওয়া দেয়। তারা ধাওয়ায় শিক্ষার্থীরা ধানমণ্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাবের দিকে সরে যায়।
বিকাল ৫টার দিকে আম্বালা হোটেলের সামনে থেকে স্টারা কাবাবের দিকে থাকা শিক্ষার্থীদের দিকে ইট ছুড়তে দেখা যায় হেলমেট পরা ওই যুবকদের। তাদের মধ্যে একজনকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বাংলাপ্রেস/এফএস