বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামে পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে খুলশী এলাকার ঝাউতলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ইমরান হোসেন (২৫), রুবেল হোসেন (১৮) ও সিফাত হোসেন (১২)। নিহতদের মধ্যে ইমরান ও রুবেল দুই ভাই। সিফাত তাঁদের প্রতিবেশী।
জানা যায়, ডিজেল কলোনি মসজিদ মাঠের পাশে ওই ঘটনা ঘটে। মাঠে ফুটবল খেলার সময় বলটি মাঠের পাশে একটি পরিত্যক্ত পানির ট্যাংকে পড়ে যায়। বলটি নিতে গিয়ে সিফাত ট্যাংকে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে দুই সহোদর ইমরান ও রুবেল ট্যাংক থেকে উঠতে পারেননি।স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাপ্রেস/আর এল