Home Uncategorized বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণ করবে

বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণ করবে

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে ব্রিফিং এর সময় তিনি আরও জানান, মূলত দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে পশু আসবে। পশ্চিমাঞ্চল থেকে আসা প্রতিটি লাগেজ ভ্যান ১৬টি করে পশু পরিবহণ করবে।

রেলপথ মন্ত্রী আরো জানান, এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী হিসেবে ট্রেন দেয়া হবে। আনুমানিক পরিবহণ ব্যয় হবে ১৫শ থেকে আড়াই হাজার টাকার মধ্যে। আসন্ন ঈদুল আযহায় বিশেষ যাত্রীবাহি ট্রেন চালানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী