279
ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) উদ্যোগে ৪৭০টি দরিদ্র পরিবারের মাঝে কাঠ ও ফলদ চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ডিআইডিপি’র কালেরপাড়া সাব সেন্টার প্রাঙ্গনে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) আওতায় এসব চারা গাছ বিতরণ করা হয়।
চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোশফেকুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, সিনিয়র ডিজাইনার কামরুল হাসান, উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী মাঠ সমন্বয়কারী শাহনাজ পারভীন, ব্যবসায়ী হান্নান খান, সমাজসেবক আবু সাইদ, এমরান হোসেন ও এরশাদ হোসেন প্রমুখ।
বিপি/কেজে