দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি: দেবীগঞ্জে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এবারে দিবসের বিষয়বস্তু হচ্ছে, ” পুটিং দ্যা ব্রেকস অন কভিট -১৯ হাউ টু সেফগার্ড দ্যা হেলথ এন্ড রাইটস অফ ওমেন এন্ড গালস নাউ” দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার বক্তব্য রাখেন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অথীন্দ্র নাথ সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে ভাল করায় জেলা ও উপজেলার মধ্যে জাহিদুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক দেবীগঞ্জ এবারে প্রথম নির্বাচিত হয়েছেন। খালেদা বেগম উপজেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অথিতি সহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের মাঝে সার্ঠিফিকেট ও পুরস্কার বিতরন করেন।
বিপি/কেজে