Home Uncategorized ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

by Dhaka Office
A+A-
Reset

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে গণমাধ্যমবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গত শনিবার বিকেল সাড়ে ৫ টায় বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট হল রুমে আয়োজিত গণমাধ্যমবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীর বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য আল মানুম চৌধুরী, সদস্য মোস্তাক আহম্মদ, আব্দুর রউফ সোহাগ, জাহাঙ্গীর আলম, মোকাররম হোসেন প্রমুখ।

শেষে ফুলবাড়ী প্রেসক্লাব এবং ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকার পক্ষ থেকে গণমাধ্যম বান্ধব বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীকে পৃথক পৃথকভাবে ফুলের শুভেচ্ছাসহ
সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী