জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে: প্রতি বছরের মতো এ বছর শুরু হয়েছে ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। গত রবিবার ভেনিসের কাম্পাল্তো মাঠে টুর্নামেন্টের উদ্ভোদন করেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি ।
সে সময় তিনি বাংলাদেশীদের প্রসংশা করে ইতালিতে তাদের অবদানের কথা তুলে ধরেন। সে সময় উপস্হিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , স্কুলের পিরচালনা পরিষদের সদস্য বৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেএীবৃন্দ। খেলার খেলার প্রথম দিনের শুরুতে ৪ টি খেলা অনুষ্ঠিত হয় ।
প্রথম রাউন্ডে শরিয়তপুর রয়েল ক্রিকেট ক্লাব বনাম ডি বি এম ক্রিকেট ক্লাব এর মধ্যে। খেলার শুরুর কিছুক্ষণের মধ্যেই আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় হট্টগোল শুরু হলে খেলাটি স্থগিত করা হয় । দিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করেন এল.সি.সি লক্ষ্মীপুর(০১) বনাম সবুজবাংলা পাদোভা সবুজবাংলা প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নির্ধারিত ১২ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করেন। জবাবে এল সি.সি ব্যাট করতে নেমে খুব সহজেই ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বিনিময়ে জয় লাভ করে।( ম্যান অব দ্য ম্যাচ হন ((সাজু এল.সি.সি)দিনের তৃতীয় খেলায় অংশগ্রহণ করেন বার ইসতেল্লা একাদশ বনাম গ্রীন সিলেট ক্রিকেট ক্লাব। গ্রীন সিলেট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নির্ধারিত ১২ ওভার খেলে ৮০ রান সংগ্রহ করে জবাবে বার ইসতেল্লা ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করেন।
ম্যান অব দ্য ম্যাচ হন বার ইসতেল্লা দলের।((পাভেল. বার ইসতেল্লা))দিনে চতুর্থ খেলায় মুখোমুখি হন ভেনিস ক্রিকেট ক্লাব বনাম এল.সি.সি লক্ষ্মীপুর। ভেনিস ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভেনিস ক্লাব ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং ব্যর্থতা. আর কাটিয়ে উঠতে পারেনি সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায় ৭৭ রানের টার্গেটে এল সি.সি ব্যাট করতে নেমে খুব সহজেই ৯ উইকেট এবং ৮ বল হাতে রেখে জয়লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হন(জোবায়ের-এল.সি.সি)দিনের চারটি খেলা আম্পায়ারের দায়িত্বে ছিলেন। মোঃ নুরে আলম ভূঁইয়া ও শাহ-পরান ইস্কুর বোর্ডে দায়িত্বে ছিলেন আফাই আলী এবং আওলাদ হোসেন অন্তূ।
বিপি/আর এল