ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরে একই পরিবারের চারজনসহ একদিনে করোনা ভাইরাসে আটজন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সোয়া নয়টায় এই তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা. এনায়েতুল্লাহ নাজিম এই তথ্য নিশ্চিত করেন। আক্রান্তরা হলেন ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ীতে একজন, সুজাপুরে দুইজন, গৌরীপাড়ায় একই পরিবারের চারজনসহ পাঁচজন। ফুলবাড়ীতে গতকাল পর্যন্ত মোট করোনা রোগী ৪১জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২১ জন। মারা গেছেন একজন পুরুষ ও একজন মহিলা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার (৮ জুলাই) পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন। তার পরিবারের সদস্য-সদস্যাদের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তাদের করোনা পরীক্ষা করা হয়। এতে ওই পরিবারের চারজনসহ মোট আটজনের সোমবার করোনা পজেটিভ আসে। ওই পরিবারসহ আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজ-খবর রাখা হবে।
বিপি/কেজে