Home Uncategorized দেবীগঞ্জ কৃষি ফার্মে বারী জাতের ঝিঙ্গার বাম্পার ফলন

দেবীগঞ্জ কৃষি ফার্মে বারী জাতের ঝিঙ্গার বাম্পার ফলন

by Dhaka Office
A+A-
Reset

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে ( কৃষি ফার্ম) এবার বারী -১ জাতের ঝিঙ্গা চাষে বেশ সাফল্য এসেছে। কেন্দ্রটি ১০ শতক জমিতে বারী জাতের ঝিঙ্গা চাষ করেছে অর্গানিক পদ্ধতিতে । কোন প্রকার রাসায়নিক সার ও স্প্রে ব্রবহার না করে জৈব্য সার ও পোকা দমনে ট্রাপ ব্যবহার করে ভাল সফলতা পেয়েছে। ফলনও ভাল হয়েছে।

কৃষি ফার্ম তাদের উৎপাদিত ঝিঙ্গা থেকে বীজ করবে। এবং এ বীজ পরবর্তীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করবে। দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মহিউদ্দীন বলেন, কোন প্রকার কীটনাশক ছাড়াই শাকস্বজি উৎপাদন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যের পুষ্টিগুন রক্ষার্থে শাকস্বজি চাষে কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে।

মাটির গুনাগুন বজায় রাখতে না পারলে ভবিষ্যতে মাটি থেকে ফসল উৎপাদন বাধাগ্রস্থ হতে পারে উল্ল্যেখ করে তিনি বলেন, কৃষির সাথে সম্পৃক্তদের এখন থেকে মাটিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এনে জৈব্য সার ব্যবহার করতে হবে। স্বজির ক্ষেতে পোকা দমনে ট্রাপ ব্যবহার করতে হবে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী