মো. হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান পরিস্থিতিতে সকাল থেকে রাত পর্যন্ত হাটবাজারগুলোতে জনসমাগম কমেনি। সকাল থেকেই লোকজনের আনাগোনা বেড়ে যায়। মানা হচ্ছে না স্বাস্থবিধি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের তুলনায় কম থাকায় হাটবাজারে মাস্ক ছাড়া চলাচলে কারো কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, মাছ বাজার,গরুর হাটবাজারে বিক্রিতা ও ক্রেতাসহ রিক্সাচালক,অটোরিক্সা চালক কানে মাস্ক ঝুলিয়ে রেখেছে কিন্ত নাক ও মুখ ঢাকা নেই। রবিবার সকালে উপজেলার পৌরশহরে গিয়েও এই চিত্র দেখা যায়। পাশাপাশি উপজেলার হাটবাজারে এমন চিত্র চেথে পড়ে। আবার অনেকের মুখে কোন মাস্ক
নেই,যে নারী তেমনি পুরুষের ক্ষেত্রে একই অবস্থা। মাস্ক ঝুলছে কানে,থুতনিতে,নাক ও মুখ থাকছে খোলা। গরুর হাটে মানা হচ্ছে না স্বাস্থবিধি। যে ভোবে ইচ্ছে সেভাবে চলছে। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হলে তা দেখলেই লোকজন দৌড়ে পালাচ্ছে। গাড়ি চলে গেলে আবার ফিরে এসে যে যার মতো গল্পগুজব ও আড্ডায় মেতে থাকছে।
কলতাপাড় বাজারে দোকানি আব্দুর রহমান বলেন, অভ্যাস নেই তো, মাস্ক পড়ে ক্রেতার সঙ্গে কথা বলতে সমস্যা হয়। আরেক দোকানি মজিবর রহমান বলেন, ‘মাস্ক না থাকলে পুলিশ দোকানদারি করতে দেয় না। তাই মাস্ক সঙ্গে রাখি।’ রামগোলপুরের অতুল চন্দ্র বলেন, এখন মাস্ক না থাকলে বিপদ মনে করছে সবাই। তবে
করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে নয়, হাটবাজারে প্রশাসনের ভয়ে মাস্ক নিয়ে আসছে সবাই। তবে মাক্স মুখে দিতে সবার মাঝে অনিহা লক্ষ্য করা গেছে।
বিপি/আর এল