লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা করা হয়েছে।
সোমবার সকালে রামগতি উপজেলা পরিষদের সামনে আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চ-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্চের আহ্ধসঢ়;বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সুমন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, মিনার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
ইতোমধ্যে স্থানীয় বাংলা বাজার ও মুন্সির হাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে রয়েছে আলেকজান্ডার ও জনতা বাজারসহ বহু স্থাপনা। ভাঙ্গন রোধে সরকারের দ্রæত বরাদ্দসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
বিপি/আর এল