Home Uncategorized লালমনিরহাটে বন্যায় কয়েক কোটি টাকার ক্ষতি

লালমনিরহাটে বন্যায় কয়েক কোটি টাকার ক্ষতি

by Dhaka Office
A+A-
Reset

মোঃ মামুনুর রশিদ (মিঠু) : ৩০ বছরের রেকর্ড ভেঙে তিস্তার পানি দোয়ানী পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। ধরলার পানিও শিমুলবাড়ি পয়েন্টে ছিলো বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার বেশি। ফলে দুই দফা বন্যায় লালমনিরহাটে এবার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেতু, কালভার্ট, রাস্তাঘাট, মৎস্য খামার ও নানান জাতের ফসল। পাঁচ উপজেলার ১২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে বন্যা কবলিত হয়েছিল। এতে ৫শ ৭২টি পুকুরের মাছ ও এক লক্ষ পোনা ভেসে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।

লালমনিরহাট জেলা মৎস কর্মকর্তা এএসএম রাসেল বলেন, খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘুরে দাঁড়াতে খুববেশী বেগ পেতে হবে না বলে মনে করেন তিনি।

এদিকে কৃষি বিভাগের ২শ ৭৭ হেক্টর জমির আউশ ও আমন ধানের বীজতলা ভেসে গেছে। আসছে মৌসুমে বীজ তলার সংকটের আশঙ্কায় আছেন চাষীরা। যদিও ভাসমান বীজতলার ওপর ভরসা করছে দপ্তরটি। এছাড়াও সাড়ে ৮ হেক্টর জমির ভুট্টা, সাড়ে ১০ হেক্টর জমির বাদাম, সবজি ও মরিচ তলিয়ে গেছে। ক্ষতির পরিমান নিরূপন করা হয়েছে ৫৫ লাখ ৫০হাজার টাকা।

বানের পানিতে ভেসে গেছে কয়েক হাজার হাস-মুরগি ও গরু-ছাগলের খাদ্য। আনুমানিক ক্ষতির পরিমান ধারনা করা না গেলেও চরম সংকটে পড়েছেন উৎপাদনকারী ও খামারিরা। পাশাপাশি দুর্গত এলাকায় গৃহপালিত এসব পশুর নানা রোগব্যাধীও দেখা দিয়েছে।

এছাড়াও নদীতীরবর্তী ২৭টি স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় সাড়ে ১০ কিলোমিটার নদীপাড় ও ছয়টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে আড়াই কিলোমিটার বিলীন হয়েছে বলে জানিয়েছে পাউবো। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে জরুরী কাজের অংশ হিসেবে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, উদ্ধোর্তন কর্তৃপক্ষ বিষয়গুলো অবগত রয়েছেন। টেকসই পদক্ষেপ নিতে নানা কার্যক্রম প্রক্রিয়াধীন।

চলতি বন্যায় ক্ষতির মুখে পড়েছে এলজিইডি বিভাগও। ২শ মিটার সংযোগ সড়ক ও ১০ কিলোমিটার সড়ক ভেঙে ক্ষতি হয়েছে অন্তত ২ কোটি টাকা। এর বাইরে ফুলবাড়ি-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ৩০কিলোমিটারে বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনে মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভেঙে গেলেও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করতে পারেনি জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ। তবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। তিনি বলেন, বন্যা ও নদী ভাঙনের কবল থেকে বাঁচিয়ে জেলার উন্নয়ন অব্যাহত রাখতে নদী শাসন ও টেকসই পদক্ষেপ নেয়া জরুরী। সরকারের এব্যাপারে আন্তরিকতারও অভাব নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী