Home Uncategorized দেশে ত্রাণের সংকট নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে ত্রাণের সংকট নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লাখ মানুষ। তবে কোথাও ত্রাণের কোন সংকট নেই। এমন দাবি করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

শনিবার দুপুরে অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি জানান, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত ৩১ জেলায় ৩ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আগস্টেও বন্যা থাকতে পারে- এমন আংশকা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২১ দিনের জন্য দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত আছে। বন্যা শেষ হওয়ার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার আন্তঃমন্ত্রনালয় কমিটি সভায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। এর পরই, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী