Home Uncategorized আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা’র বিরুদ্ধে ভারতের আদালতে সমন জারি

আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা’র বিরুদ্ধে ভারতের আদালতে সমন জারি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সেনা সংঘাতকে কেন্দ্র করে ভারতে চীনা পন্য বর্জনসহ ৫৯টি চীনা অ্যাপ বাতিল করা হয়েছিল। এবার ভারতের একটি আদালতে সমন জারি করা হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার স্বত্ত্বাধিকারী, চীনের শীর্ষ ধনী জ্যাক মা’র বিরুদ্ধে।

এনডিটিভির সংবাদে বলা হয়, আলিবাবার সাবেক এক কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগে দায়েরকৃত মামলায় জ্যাক মাকে সমন জারি করা হয়েছে। ওই কর্মীর অভিযোগ, আলিবাবার অ্যাপে ভুল সংবাদ নিয়ে আপত্তি জানানোয় তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আলিবাবার সাবেক কর্মী পুস্পেন্দ্র সিং পারমা হলেন ভারতের নাগরিক।

গত ২০ জুলাই ভারতের আদালতে আলিবাবার ইউসি ওয়েবের সাবেক এই কর্মী আদালতে তার অভিযোগে বলেন, চীনের বিপক্ষে যায় এমন অনেক কন্টেন্ট সেন্সর করা হতো ইউসি ওয়েবে। এছাড়া ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয় যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করে।

এমন অভিযোগ পেয়ে রাজধানী নয়াদিল্লির কাছের জেলা গুরুগ্রামের আদালতের বিচারক সোনিয়া শিওকান্দ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং কোম্পানির প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।

আগামী ২৯ জুলাইয়ের মধ্যে গুরুগ্রামের আদালতে তাদের স্ব-শরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে কোম্পানি এবং এর প্রধান নির্বাহী জ্যাক মা’র লিখিত জবাব চেয়েছেন বিচারক।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী