বাংলাপ্রেস ডেস্ক: ঈদে গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্কতায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি মনে করেন, এদেশে বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সবসময় জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়ে যায়। এবারো ঈদুল আযহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়। এরই মধ্যে ১৯ জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এক প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যের ভিত্তিতে অনিয়মের সাথে জড়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান।
যাবজ্জীবন সাজা খাটা ৩৬৮ জনকে মুক্তি দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ষক ও ভয়ংকর খুনিদের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না বলে জানান আসাদুজ্জামান খান।
বিপি/আর এল