বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এর আগে, শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে গেল ১৮ মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত করা হয়। কিন্তু এখনো সংক্রমণেল হার নিয়ন্ত্রণে না আসায় আরও ২৫ দিন ছুটি বাড়ানো হয়েছে।
তবে ছুটি শেষে ১ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কি না তা এখনো নিশ্চিত করা হয়নি। সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ১ জুন থেকে প্রশাসনিক কাজের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। সে হিসেবে ঈদের ছুটির পর ক্লাস শুরু না হলেও প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বিপি। আর এল