বাংলাপ্রেস ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় তার বোনের দায়ের করা মামলায় ৭ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজার আদালত। এরা হলেন কক্সবাজার বাহারছড়া তদন্তকেন্দ্র থেকে প্রত্যাহার হওয়া ৪ পুলিশ সদস্য এবং সিনহা হত্যায় টেকনাফ থানায় পুলিশের মামলার ৩ সাক্ষী।
গতকালই ৭ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় র্যাব।
আজ সকালে শুনানি শেষে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডে দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। এর মধ্যে চার পুলিশ সদস্যকে এর আগে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।
এছাড়া বাকি তিনজন বাহারছড়ার মারিশবুনিয়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন কমিউনিটি পুলিশের সদস্য। সোমবার রাতে মারিশবুনিয়া থেকে পুলিশের এই সাক্ষীদের গ্রেপ্তার করে র্যাব।
এর আগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীসহ ৩ জনকে ৭ দিনের রিমান্ডে নেয় র্যাব। এ নিয়ে মেজর সিনহার বোনের করা হত্যা মামলায় গ্রেপ্তার দশজনকেই রিমান্ড দেয়া হলো।
বিপি/আর এল