জাকির হোসেন সুমন, ইতালি থেকে : অন্যায় ও অশুভ শক্তিকে দূর করে ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে শ্রীকৃষ্ণের মানবতার দর্শনকে স্মরণ করে গ্রীসে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী।
হিন্দু কমিউনিটি ইন গ্রীস বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে। এ উপলক্ষে এথেন্সের ওমোনিয়ায় অবস্থিত শ্যাম মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দ। মন্দিরে পূজারী ও ভক্তবৃন্দ সমবেত হয়ে ধর্মীয় অর্চণার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করেন এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করেন।
প্রতি বছর শুভ জন্মাষ্টমী উপলক্ষে এথেন্সে বিশেষ সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করে থাকেন হিন্দু কমিউনিটি ইন গ্রীস কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে সম্প্রীতি শোভাযাত্রা সম্ভব হয়নি। জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।দূতাবাসের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলাম সচিব সুজন দেবনাথ ও প্রহম সচিব খালেদ আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আরো উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগ, যুবলীগসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বিভাগ ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত নেতৃবৃন্দের সাথে জন্মাষ্ঠমীর সকল অনুষ্ঠানে যোগ অংশ নেন।
এথেন্সের ওমোনিয়া কেন্দ্র থেকে শুরু করে সিনতাগমাতে অবস্থিত গ্রীক সংসদ ভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় সম্মিলিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সহিঞ্চুতা এবং সম্প্রীতিপূর্ণ একটি দেশ। তিনি প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার জন্য সকল সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান। আয়োজনকাগণ সমাগত মানুষের সামনে শ্রীকৃষ্ণের দর্শন, মানুষে মানুষে সম্প্রীতির আহ্বানকে তুলে ধরেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বর্ণনা দেন।
বিপি/আর এল