বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার পার্টির চার দিনের জাতীয় কনভেনশনের প্রথম দিনেই ট্রাম্পকে চূড়ান্তভাবে মনোনীত করতে ভোট দেন প্রতিনিধিরা।
প্রার্থী হতে ট্রাম্পের প্রয়োজন ছিল ১ হাজার ২৭৬ জন প্রতিনিধির সমর্থন। সেখানে ২ হাজার ৬৪ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
প্রতিনিধিদের ভোটে জয়ী হওয়ার পর ট্রাম্প বলেন, এবারের নির্বাচন হবে ঐতিহাসিক। আগামী বৃহস্পতিবার ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই ৪ দিনের কনভেনশন।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান জো বাইডেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন।
বিপি/আর এল