Home Uncategorized জো বাইডেন জয়ী হলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

জো বাইডেন জয়ী হলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান মনোনয়ন গ্রহণ করে এ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, বাইডেনের পরিকল্পনা করোনা নির্মূল নয়, বরং নিয়ে এ ভাইরাসের কাছে আত্মসমর্পণ করবেন।

রিপাবলিকান জাতীয় কনভেনশনের শেষদিনে হোয়াইট হাউজের সাউথ লনে জড়ো হন হাজারখানেক সমর্থক। ছিলো না কোনো সামাজিক দূরত্ব মানার বালাই, অনেকেই পড়েননি মাস্কও। অনুষ্ঠানে ট্রাম্প কন্যা ইভানকা দাবি করেন তার বাবা ওয়াশিংটনকে বদলে দিয়েছেন। নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানি বলেন, বাইডেনকে ভোট দেয়া মানে সন্ত্রাসবাদকে উৎসাহিত করা।

গেলো সপ্তাহে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেন জো বাইডেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী