বাংলাপ্রেস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। এর আইনগত দিক পর্যালোচনা করতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আবেদনটির আইনগত দিক পর্যালোচনা করতে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আবেদনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে নেয়ার অনুমতি চাওয়া হয়েছে। জামিনের সময়, বিদেশে যাওয়া এবং শর্তারোপের বিষয় নিয়ে খালেদা জিয়ার পরিবার ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদনের বিষয়টা নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদী তারা।
দুই বছরেরও বেশি সময় পর ২৫ মার্চ জামিনে মুক্ত হন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার আবেদন করলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে সরকার। ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে ৬ মাস। এর এক মাস আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলো।
বিপি।আর এল