Home Uncategorized ডোমারে করোনা দূর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

ডোমারে করোনা দূর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

by Dhaka Office
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “মানবতার সেবায় এক্টিভিস্টা-নীলফামারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে তারুণ্যের উদ্দোগে করোনা দূর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় এক্টিভিস্টা-নীলফামারীর আয়োজনে ভোগডাবুড়ি, কেতকীবাড়ি ,বামুনিয়া ও গোমনাতী ইউনিয়নের ২৭০ জন দূর্গতদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার বামুনিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১১৮ জন দূর্গতদের মাঝে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য স্বপন মিয়া, অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় প্রদিপ শিখা যুব সংগঠনের সভাপতি খোকন চন্দ্র রায়, তারুণ্যেও প্রতিভা যুব সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, দূরন্ত যুব সংগঠনের সভাপতি নাসরিন আফরোজসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। একই সময় অপরদিকে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ১৫২ জন দূর্গতদের মাঝে এই সহায়তা প্রদান
করা হয়। সেখানে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রামানিক, সামাজিক নিরীক্ষা কমিটির আহবায়ক আজাদুল হক প্রামানিক, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

সহায়তা সামগ্রীর মধ্যে ছিল, চাল-২৫ কেজি, মসুর ডাল- ২কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবন-২কেজি, আটা-৩ কেজি,আলু- ৫ কেজি, ১০০গ্রাম সাবান-৪টি, ডিটারজেন্ট পাউডার-২ কেজি, স্যানিটাইজার-১টি, ১৫ পিচের ন্যাপকিন ১ প্যাকেট।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী