হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : তেঁতুলিয়ায় শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সীমান্ত বেষ্টিত বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুছ আলী, হারুন-অর-রশিদ প্রধান, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার আলী সরকার, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রেজা, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, সাইদুর রহমান সাজু ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বেশ আন্তরিক। তাঁর সুদুর চিন্তাশীলতায় ক্রমবর্ধমান শিক্ষার্থী বৃদ্ধির ফলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ এবং স¤প্রসারণ করছেন।
উল্লেখ্য, উপজেলার সদর ইউনিয়নের ত্রি-সীমান্ত বেষ্টিত প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির শিক্ষক ৪ জন, শিক্ষার্থী ১৫২জন। প্রত্যন্ত এলাকা হিসেবে শিক্ষার মান আগের থেকে অনেক বেড়েছে। বিশেষ করে বিদ্যালয়টিতে রেজাউল ইসলাম (রেজা) প্রধান শিক্ষক হয়ে আসার পর হতে বদলে গেছে পাঠদান। শিক্ষার্থীদের পাঠদান উৎকর্ষে তিনি দিচ্ছেন দক্ষতার পরিচয়। বিদ্যালয়টি উপজেলার সদর হতে ১০ কিলোমিটার দূরে এক নির্জন সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার শিক্ষাথীরা এখনো শহরের আধুনিক শিক্ষা হতে পিছিয়ে থাকায় প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বিদ্যালয়ে আসার পর যুক্ত হয়ে আধুনিকতার শিক্ষা পাঠ।
বিপি/আর এল