Home প্রবাস ইতালিতে জমে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচন

ইতালিতে জমে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচন

by Dhaka Office
A+A-
Reset

জাকির হোসেন সুমন, ইতালি থেকে: ইউরোপের দেশ ইতালিতে বারতে শুরু করেছে করোনা ভাইরাস । আর এই প্রতিকূল অবস্হাতেই চলছে ইতালির সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারনা। এবারের নির্বাচনে ভেনিসে লড়ছে তিন বাংলাদেশী প্রার্থী ।

ইতালিতে শুরু হয়েছে ২ য় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ । এরই মধ্যে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন । চলতি মাসের ২০/২১ তারিখে ভোট গ্রহন । এবারের নির্বাচনে ক্ষমতাসীন বাম পন্থি দলের জোট পার্তিত ডেমোক্রেটিক ( পি ডি ) হতে ভেনিসের মেসরে কমুনে হতে ওয়ার্ড কাউন্সিল হিসেবে কিশোরগঞ্জ জেলার আফাই আলী ও মারঘেরা কমুনে হতে শরীয়তপুর জেলার হুমায়ুন আব্দুল ( কাজী বিপ্লব ) মনোনয়ন নিয়ে প্রচারনায় নেমেছেন।

অপর দিকে ভেনেচ্ছিয়া এ তুয়া দল হতে মনোনয়ন নিয়ে ভেনিস কমুনের কাউন্সিলর হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার মনোয়ার ক্লার্ক প্রার্থী হয়েছেন।
২০১৫ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করলেও এ বছর একই পদে ২ য় বাংলাদেশী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

জয়ের আশা নিয়ে ভোটার কাছে ভোট চাইছেন প্রার্থীরা , করছেন নিজেদের পক্ষে লিফলের বিতরন। প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সহ ভেনিসের উন্নয়নের ও ।

অপর দিকে জোটের মেয়র ও কাউন্সিল ও ওয়র্ড কাউন্সিলর সহ পিডি পার্টির সকল প্রার্থীদের জয়যুক্ত করতে ভোটারদের প্রতি ভোট প্রদানের আহবান জানিয়েছেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি ।
তবে এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশী প্রার্থীরা জয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের পথ সুগম হবে এবং বিভিন্ন পেশা বা প্রশাষনিক কর্মকাণ্ডে বাংলাদেশী দের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ মনে করেন ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী