এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মৎস চাষীর নামে মিথ্যা দিয়ে অভিযোগ হয়রানী ও টাকা এবং মটর সাইকেল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোকছেদুল ইসলাম পারভেজ নামে ওই মৎস চাষী।
৭ সেপ্টেম্বর সোমবার শহরের প্লাজার তৃতীয় তলার রেড চিলিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মোকছেদুল ইসলাম পারভেজ বলেন,আমি ধলাগাছ এলাকার বাসিন্দা । সুনামের সহিত মৎস চাষ ও জমি ক্রয় বিক্রয় ব্যবসা করে আসছি। আমার পূর্ব পরিচিত কয়া কিসামত পাড়ার তছমুদ্দীনের ছেলে ডিস লাইন ব্যবসায়ী রবিউল ইসলাম আমাকে এক সঙ্গে মৎস চাষের প্রস্তাব দেয়। আমি সরল মনে তার কথায় রাজি হই।
সেই সুবাদে ফাজিলপুর হরিয়া পাড়ায় দুটি পুকুর যৌথভাবে লিজ নেই। ৮ মাস ধরে একসাথে ব্যবসা করার পর দেড় মাস আগে আমার একক লীজ কৃত পুকুর ফাইলেরিযা হাসপাতালের কাছে রবিউলের ভাগিনা নাদিমকে দেখতে পাই। পরে জানতে পারি নাদিম রবিউলের হুকুমে মাদক ব্যবসা করছে। আমি নাদিমকে পুলিশে দিব বললে সে পালিয়ে যায় । যাহা এলাকাবাসী জানে। মাদক ব্যবসা বাধা দেওয়ার কারণে শুরু হয় রবিউলের সাথে শত্রতা । সে আমার ৩ লাখ টাকা,১ টি মটর সাইকেল আত্মসাত করতে আমার পরিবারকে সমাজে হেয় ও সুনাম নষ্ট করতে এবং আমাকে হয়রানী করতে এলাকার যুবকদের সংগঠনের মিটিং এর কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেয়।
আর ওই স্বাক্ষরের কাগজে আমার নামে অভিযোগ তৈরী করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাখিল করেন । দাখিল কৃত অভিযোগে অনেক আজে বাজে কথা লিখা হয়েছে । সেই সাথে আমার ছোট ভাই মমিনুল ইসলাম মিঠুর নামে ও মিথ্যা অভিযোগ তোলা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পারভেজের ভাই মোসলেম উদ্দীন ও প্রতিবেশী শামীম হোসেন। সংবাদ সম্মেলনে পারভেজ দাবী করেন, এ সব অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করা হচ্ছে। রবিউল মানুষের স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দিয়ে প্রতারণা করেছে। সে ডিস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হয়েছে । এ ছাড়া রবিউলসহ তার বন্ধু অজ্ঞাত ব্যক্তিরা আমাকে হুমকি দিচ্ছে । তাদের হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার দাবী করছি।
বিপি/আর এল