Home Uncategorized রানা প্লাজা ধসে পঙ্গুত্ববরণকারী রেবেকাকে চেক প্রদান করল ব্র্যাক

রানা প্লাজা ধসে পঙ্গুত্ববরণকারী রেবেকাকে চেক প্রদান করল ব্র্যাক

by Dhaka Office
A+A-
Reset

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রতিনিধি: স্মরণীয় সাভারের রানা প্লাজা ধসে চিরপঙ্গুত্ববরণকারী (দুই পা হারানো) দিনাজপুরের ফুলবাড়ীর গৃহবধূ রেবেকার হাতে গতকাল সোমবার নগদ ১ লাখ ৪১ হাজার চেক প্রদান করেছে ব্র্যাক।

দুপুর তিনটায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়াস্থ ব্র্যাকের ফুলবাড়ী আঞ্চলিক কার্যালয়ে রেবেকার হাতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নগদ চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানা, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) সবুজ সাহা, আরএএম (অর্থ ও হিসাব) মো. সেলিম হোসেন, আরএএম (এইচএনপিপিভিবি) রহমত উল্লাহ, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুর রাজ্জাক, শাখা ব্যবস্থাপক (দাবি) এটিএম মমিনুল ইসলাম মন্ডল প্রমুখ।

শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আঞ্চলিক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানা, সাভারের রানা প্লাজা ধসে চিরপঙ্গুত্ব (দুই পা হারানো) রেবেকার ৫ বছর পূর্বে এক লাখ টাকা প্রদান করা হয়েছিল। ওই টাকা ব্র্যাকে ফিক্সড ডিপোজিট করেন রেবেকা এবং মূল টাকার লভ্যংশ হিসেবে রেবেকা প্রতিমাসে বিকাশের মাধ্যমে এক হাজার করে টাকা পেতেন। পাঁচ বছরের লভ্যংশের মধ্যে রেবেকা ২৭ মাস লভ্যংশ টাকা গ্রহণ না করায় মেয়াদ পূর্তিল ৫ বছর পর মূল এক লাখ টাকাসহ লভ্যংশের ৪১ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী