Home প্রবাস নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী মারা গেছেন

নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী মারা গেছেন

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

নিউইয়র্ক থেকে সংবাদদাতা : নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী মারা গেছেন। নিউ ইয়র্ক সময় সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউ ইয়র্কের ফ্লাশিং প্রেসবেটেরিয়ান হাসপাতালে ৮ মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ১ সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোর রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মা, ৩ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। প্রয়াত সুশান্ত রায় চৌধুরী নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরীর বড় ভাই।
মনিকা রায় চৌধুরী জানান ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার দেখার জন্য মরদেহ রাখা রাখা হবে ফিউনারেল সেন্টারে Coppoa-migliore Queens Newyork, 49-01, 104 th st. Queens, NY-11363. আগামি ১১ সেপ্টেম্বর শুক্রবার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে সুশান্ত রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক, শিল্পকলা একাডেমি ইউএসএ, সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (SAAVA), বাংলাদেশী আমেরিকান সোসাইটি, বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেসসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন। চট্রগ্রামের সন্দিপের মাইট ভাংগা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জ্যোর্তিলাল রায় চৌধুরীর ৩য় ছেলে সুশান্ত রায় চৌধুরী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাশ করে লন্ডনে চাটার্ড একাউন্টটিং এ পড়াশোনা করেন। এরপর তিনি নিউইয়র্কে এসে ব্যবসা শুরু করেন। তার সহধর্মিণী নিউইয়র্কে হার্ডসন নিউজে কর্মরত অবস্থায় গত প্রায় ১০ বছর পূর্বে মারা যান। তিনি ছিলেন নিঃসন্তান।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী