শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ দেবীগঞ্জ উপজেলায় ‘তথ্যপ্রযুক্তির সদ্বব্যবহারঃ আসক্তি রোধ’ এ প্রতিপাদ্য নিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। ২৩ নভেম্বর সোমবার এ মেলা উদ্ভোধন করা হয়।দেবীগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত উক্ত মেলার তত্তাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে দেবীগঞ্জ সরকারি কলেজের ২ টি গ্রপ অংশগ্রহণ করে ।
এছাড়া জুনিয়র গ্রুপে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ অলদিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কালুরহাট কে.সি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে।
বিশেষ গ্রুপে, রানা ইসলাম নামে একজন তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করে । করোনাভাইরাসের কারণে এবারের বিজ্ঞান মেলায় সীমিত আকারে আয়োজন করা হয় । মেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হয় । মাক্স ব্যতীত কেউ এই মেলায় প্রবেশ করতে পারেনি । মেলার সার্বিক নিয়ম শৃঙ্খলা রক্ষা করে স্কাউট সদস্যরা । ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা স্কাউটের ইউনিট লিটার ফজলুল করিম।
বিপি/আর এল