Home Uncategorized চলতি সপ্তাহে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ হবে

চলতি সপ্তাহে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ হবে

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ এবং আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মুজিবর্ষে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেয়া হবে বলেও জানান তিনি।

মুজিবর্ষে এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কয়েক বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেওয়া হবে। চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোনো ভুলত্রুটি আছে কিনা, এবং একমাস সময় দেওয়া হবে সেখানে কারও নামের বানান ভুল হলে বা অমুক্তিযোদ্ধার নাম আসলে সেটার ব্যাপারে আপত্তি দিতে পারে। ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা আমরা জাতির সামনে প্রকাশ করবো।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী