আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২ টা ১মিনিটে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় চত্তরে নীলফামারী- ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাফ উদ্দিন সরকারের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্প মাল্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সমআপদক তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, ডোমার থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়, আ’লীগের উপজেলা সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ন-আহবায়ক গনেশ কুমার আগরওয়ালা, রকিকুজ্জামান রুবেল, বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন, সদস্য সচিব সার্জেন্ট তৌহিদুল ইসলাম (অবঃ), উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে ইলিয়াছ হোসেনসহ অন্যন্য মুৃক্তিযোদ্ধাগণ শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পণ করেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের ব্যনারে পুস্প মাল্য অর্পণ করতে দেখা যায়। আয়োজক কমিটি জানান, আগামীকাল ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা, কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।