আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে সুবাশ শর্মা নামে এক নরসুন্দর কর্মীর খুড়ের আঘাতে শওকত আলী নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের নাঠুয়ার হাটে।
জানাযায়, সোমবার রাত ৮.৩০ ঘটিকায় শওকত আলী (৪০) নরসুন্দর সুবাশ শর্মা (৩৫) এর কাছে পাওনা টাকা চাইতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতর্কের সৃস্টি হয়। এক সময় রাগান্নিত হয়ে নরসুন্দর সুবাশ শর্মার তার দোকানের ধারালো খুড় শওকত আলীর গলায় চালিয়ে দেয়। সাথে সাথে শওকত আলী অসুস্থ হয়ে পড়ে যায়। এলাকাবাসী আহত শওকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা আশংখ্যাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই ডোমার থানা পুলিশ সুবাশ শর্মাকে আটক করে। এ ব্যাপারে আহত শওকত আলীর ভাই বাছিদুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। আহত শওকত আলী পূর্ব বারোবিশা গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আটক সুবাশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।