Home Uncategorized বোয়লমারীতে মাদ্রাসার শৌচাগার নির্মাণে বাধা ও ভাংচুর

বোয়লমারীতে মাদ্রাসার শৌচাগার নির্মাণে বাধা ও ভাংচুর

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মাদ্রাসার নির্মাণাধীন বাথরুম ও টিউবওয়েল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাচান বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার জমিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে ৪টি বাথরুম, ১টি টিউবওয়েল ও ২টি প্রসাবখানার নির্মাণ কাজ শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

২২ সেপ্টেম্বর দুপুর ২টায় বিবাদী ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার মরহুম আবু নাসের ফকুরুদ্দিন আহম্মেদের ছেলে খালিদ বিন নাসের (৪৫) ও জুনায়েদ বিন নাসের (৩০) এর হুকুমে সাতৈর গ্রামের আব্দুর রশিদ কাজী (৫৫), ডোবরা গ্রামের আ. কাদের মিনা (৫০)সহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা নির্মাণাধীন ৪টি বাথরুম ১টি টিউবওয়েল ভেঙ্গে গুড়িয়ে দেন।

এ সময় মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকরা ভাংচুরে বাধা দিলে খালিদ বিন নাসের গংরা মারপিট করার চেষ্টা করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়।এ ব্যাপারে খালিদ বিন নাসের বলেন, যেখানে বাথরুম নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জায়গা। বাথরুম নির্মাণের জায়গাটি কুমার নদের পাড়ে হওয়ায় স্থানীয় গ্রামবাসীর চলাচলের পথ ও পাট ধুয়ার কাজসহ নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এ কারণে এলাকাবাসী বাথরুম নির্মাণ কাজে বাধা দিয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী