হাফিজুর রহমান হাবিব, তেতুলিয়া (পঞ্চগড়) থেকে: তেতুলিয়ায় প্রশাসন কর্তৃক গৃহীত ইনোভেশন কার্যক্রম এবং ১ কোটি ১৪ লক্ষ টাকায় ইউএনও বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
প্রশাসনের আয়োজনে মঙ্গলবার( ৫অক্টোবর) দুপুরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার মো,আবদুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো,জহিরুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, প্রথমে ইউএনও বাসভবনের ভিত্তি প্রস্তর পরে ইনোভেশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময়ে তিনি জনগণের সহিত শান্তি, সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে নির্দেশ প্রদান করেন।
বিপি/কেজে