নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ভোট হচ্ছে না ১৭ বছর এবারও অনিশ্চিত। ২০০৩ সালে নাগরিকরা ভোট দিয়েছে। এর পরে ১৭ বছর ধরে ইউনিয়ন বাসী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মামলা সংক্রান্ত জটিলতায় এ অবস্থা হয়েছে। শিবপুর পৌরসভা স্থাপন করার পরে ভোট হয়নি একবারও। ইউপি সদস্য এখন পৌর কমিশনার।
দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে আছে সীমানা সংক্রান্ত জটিলতার ১টি মামলা। কবে মামলা নিষ্পত্তি হবে, সেটি কেউ নিশ্চিত নয়। এতে মাছিমপুর, চক্রধা ও পৌরসভা ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মাছিমপুর ইউপি সদস্য স্মৃতি বেগমের মামলার জালে ভোট বন্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
আদালতে মামলা থাকায় দীর্ঘদিন নির্বাচন স্থগিত রয়েছে। ভোট না হওয়ায় মেয়র ও কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে ইচ্ছুক নেতাকর্মীরা হতাশ। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত নাগরিক সমাজ। বর্তমান পরিষদের জনগণের প্রতি দায়বদ্ধতাও নেই। সর্বশেষ কবে নির্বাচন হয়েছে, সেটি ভুলতে বসেছে নাগরিকরা। দ্রুত মামলা নিষ্পত্তি করে নির্বাচনের ব্যবস্থা করার দাবী সাধারণ ভোটারদের।
বিপি/ আর এল