Home Uncategorized ডোমারে ক্ষত্রিয় সমিতির অভিযোগে পূজা উদযাপন বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন

ডোমারে ক্ষত্রিয় সমিতির অভিযোগে পূজা উদযাপন বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শ্রী শ্রী শারদীয় দূর্গেৎসব আয়োজনে পথিমধ্যে ক্ষত্রিয় সমিতির অভিযোগে বিশৃঙ্খলা হওয়ার আশংকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গা মন্ডবের ধর্মপ্রাণ দূর্গা মায়ের ভক্ত বৃন্দ।

বৃহস্পতিবার (৭অক্টোবর) সকাল ১১টায় ডোমার রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকনের সভাপতিত্বে সহ-সভাপতি করুনা কান্ত রায়, দপ্তর সম্পাদক কৃষ্ণ কুমার রায়, ধর্মীয় সম্পাদক রমানাথ রায়, সদস্য সৌমিত অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ তারা তাদের বক্তবে জানান, দীর্ঘদীন যাবত তারা ওই মন্ডপে পূজা উৎযাপন করে
আসছে। ইতোমধ্যে তারা কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা মন্ডবের নামে আমন্ত্রন পত্র বিলি করেছে। হটাৎ জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাদ অধিকারী তাদের আমন্ত্রনপত্র বাতিল করে ক্ষত্রিয় সমিতির নামে পূজা পরিচালনা করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে জের শুরু হয়।

সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকন জানান, যে হেতু সরকারের পক্ষ থেকে মন্দিরের জমিটি কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে বরাদ্ধ দেয়া হয়েছে। তাই আমরা অন্য কারো নাম না দিয়ে কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে পূজা পরিচালনা করবো। এতে করে কোন প্রকার বাঁধা বিপত্তির সৃষ্টি হলে আমরা সকলে পুজা বর্জন করবো। পাশাপাশী এর প্রতিবাদে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী বলেন, দীর্ঘ ৪৪ বছর যাবত ক্ষত্রিয় সমিতি দূর্গাপুজা মন্ডপ কলেজপাড়া নামে পূজা উৎযাপন করে আসছি। তাপস ও খোকন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার পারিবারিক বিষয়ে জমি জমা নিয়ে তারা দ্বন্দ সৃষ্টি করে আমাকে হেও করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার কাছে ধর্মমন্ত্রনালয়ের কাগজপত্র আছে। তোমরা চাইলে দেখতে পারো, তাহলে আসল বিষয় জানাযাবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী