Home Uncategorized ১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত

১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাঁদের ভিসা দেওয়া হবে আগামী ১৫ অক্টোবর থেকেই।

করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে দেওয়া হয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী