Home Uncategorized ডোমারে এভারগ্রীণের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ডোমারে এভারগ্রীণের প্রথম বর্ষপূর্তি উদযাপন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে প্রথমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

পরে এক আলোচনা সভায় এভারগ্রীণের ডোমার উপজেলার বন্ধু শিক্ষক শরিফুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রভাষক আবুল কালাম আজাদ, লুলু আল-মাকনুন, গোলাম মোর্শেদ, শিক্ষক আফছানা ইয়াছমিন আশা, জাহাঙ্গীর আলম, তহিদুল ইসলাম, সাবেক সার্জন আলমগীর হোসেন, বিশিস্ট ব্যবসায়ী আজিজুল হক বিপু, তরিকুল ইসলাম শিমুল, দোলোয়ার হোসেন দেলু, শুনিল চন্দ্র, শ্যামল রায়, ইকবাল হোসেন মুকুল, মাহাবুব আলম পল্লব, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ এভারগ্রীণ” এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের একটি গ্রুপ।

ডোমার এভারগ্রীণের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ, মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বইখাতা ও খাদ্য সামগ্রী বিতরণ। করোনা কালীন সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও খাদ্য সামগ্রী বিতরণসহ গ্রুপের অ-স্বচ্চল বন্ধুদের চিকিৎসা সেবা ও মানবিক সেবা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

আগামীতে মানব সেবায় অগ্রণী ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল বন্ধুদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান গ্রুপের সদস্যগণ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী