Home Uncategorized নীলফামারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসুচির শুভ উদ্বোধন

নীলফামারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসুচির শুভ উদ্বোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ ব্যাপী “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা পরিষদ নীলফামারী আয়োজিত শনিবার (৯ অক্টেবর) দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা আলম, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী মেহেরুন আক্তার পলিন, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে খেতাপ প্রাপ্ত বীর বিক্রম ও বীর প্রতিক ৮জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় যুদ্ধ কালীন সময়ে সকল মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও জেলা পরিষদেও সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও সদস্য সচিব রাকিবুল আলম শাহিনের নেত্রীত্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী