বাংলাপ্রেস ডেস্ক: বরেণ্য অভিনেতা, নাট্যকার ও শিক্ষক ড. ইনামুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বেইলি রোডে তার নিজ বাসায় এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় তার মরদেহ নেয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে শিল্পী এবং তার সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে শিল্পকলা একাডেমিতে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ডক্টর হাসানুল হক ইনু, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মামুনুর রশিদ, চয়নিকা চৌধুরী, বৃন্দাবন দাস, ফেরদৌস, শাহনাজ খুশিসহ শিল্পকলা একাডেমি পরিবারের সদস্যরা।
এরপরই তার মরদেহ সেখান থেকে নিয়ে বেইলি রোডের বাসার ফ্রিজিং ভ্যানে রাখা হয়।
এদিকে তার ছোট জামাতা সাজু খাদেম জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দাফনের আগে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ একাধিক স্থানে নেয়া হবে।
তিনি আরও জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ড. ইনামুল হকের মরদেহ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এরপর তাকে নেয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। সেখানেও তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, সোমবার (১১ অক্টোবর) দুপুরের খাবারের পর বিশ্রামের জন্য চেয়ারে হেলান দিয়ে বসেন ড. ইনামুল হক। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
বিপি/আর এল