বাংলাপ্রেস ডেস্ক: মাগুরার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে সংঘর্ষে একই পরিরারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ জগদল গ্রামের শাহাবাজ মোল্লার ছেলে সবুর মোল্লা ও কবির হোসেন এবং তাদের চাচাতো ভাই রহমান মোল্লা ও ইমরান।
পুলিশ জানায়, সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল হোসেন। কিন্তু তফসিল ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা সৈয়দ আলী নামে আরেক প্রার্থীকে সমর্থন দেন। এনিয়ে কয়েক দিন ধরে নজরুল ও আলী সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
বিকেল চারটার দিকে নজরুলের লোকজন আলীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিপি/আর এল