Home Uncategorized সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য আয়োজন

সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য আয়োজন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রমজান আলী টুটুল, নীলফামারী জেলা প্রতিনিধি: সারাদেশর ন্যায় নীলফামারীর সৈয়দপুরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বর্ণাঢ্য আয়োজনে পালন করে শেখ রাসেল দিবস।

১৮ অক্টোবর সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হওয়া বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শেখ রাসেল কর্ণার উদ্বোধন ও বিকেলে ফুটবল প্রীতি ম্যাচের মধ্য দিয়ে সারাদিন ব্যাপি বর্ণিল আয়োজনে পালন করে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ইংলিশ ভার্সোন মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ বাংলা ভার্সোন মো. নজরুল ইসলাম।

আলোচনায় বক্তব বলেন, প্রধান অতিথি অধ্যক্ষ লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষার্থী ফাওইন আহমেদ হৃদি, শিক্ষার্থী আবিদা ফারজানা প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের কে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক শামীম আল মামুন ও ফেরদৌসী ইয়াসমিন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী