Home Uncategorized ডোমার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডোমার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমার পৌরসভা সাধারণ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনী ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিল, যাছাই বাছাই ও পত্যাহার শেষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিল পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনপ্রার্থীর মাঝে প্রতিক প্রদান করা হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্ত আব্দুর রহিম, ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

মেয়র প্রর্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (খেজুরগাছ), আ’লীগ মনোনিত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা), স্বতন্ত্র নারী মেয়র প্রার্থী আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন) প্রতিক পেয়েছে। এ ছাড়াও অন্যান্য সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল ১৩ জন ও সাধারণ কাউন্সিলর ৩৩ জনপ্রার্থীকে প্রতিক প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণী মর্যাদার ডোমার পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন প্রয়াত আল-আজহার হোসেন। তিনি দুই বার মেয়র হিসাবে দ্বায়িত্ব পালন করেন। পরে বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু তিনিও দুই বার নির্বাচিত হয়। এবার নির্বাচনে প্রয়াত মেয়র আল-আজহার হোসেনের বোন আফরোজা নাজনীন রুমি প্রথম নারী মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এই পৌরসভায় প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে। আগামী ২ নভেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী