Home Uncategorized নরসিংদীতে হিন্দু ছাত্র ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নরসিংদীতে হিন্দু ছাত্র ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন স্থানে শারদীয় দূর্গাপূজা মন্ডপে, মন্দির ও প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগসহ হিন্দু পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরাম। সোমবার ১৮ অক্টোবর বেলা ১০টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি জুয়েল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস, নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভুষন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত সাহা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অজয় ভৌমিক ও নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদকসহ হিন্দু ছাত্রফোরামের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হিন্দুধর্মের সর্ববৃহত্ত শারদীয় এ দূর্গা পূজায় দেশের বিভিন্ন স্থানে পূর্জামন্ডপে হামলা ভাংচুর, ইসকন মন্দিরের পুরোহিত সাধু হত্যা,একই পরিবারের মা ও মেয়ে ধর্ষনসহ হিন্দুবাড়ীতে ঢুকে হামলা অগ্নিংযোগ ও নির্যাতনে গোটা হিন্দু সমাজ অতিষ্ঠ হয়েছে পড়েছে। বর্তমান এ ভয়াবহ পরিস্থিতির কারণে আজ সারাদেশে হিন্দুরা চরম আতঙ্কে নিরাপত্তাহীনতা দিন যাপন করছেন।

এমনবস্থায় সরকার ও প্রশাসন এবং সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতি জোর দাবি জানাচ্ছি যেন এই অত্যাচার নির্যাতন নিপিড়ন বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিপি/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী